৬ নভেম্বর ২০২৪, ৫:৩১ পিএম
‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪’ এর পুরুষ ক্যারম এককে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের সাঈদ শিপন। এই নিয়ে তিনি মোট চারবার ক্যারম এককে শিরোপা জেতার গৌরব অর্জন করলেন। আর ফাইনালে হেরে প্রথমবারের মতো রানার্সআপ হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মনিরুল ইসলাম রোহান।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার ফাইনাল খেলায় সাঈদ শিপন সরাসরি ২-০ গেমে পরাজিত করেন মনিরুল ইসলাম রোহানকে। প্রথম গেমে অবশ্য লড়াই হয় সেয়ানে-সেয়ানে। শুরুতে মনিরুল ইসলাম রোহান বেশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩০-২৩ পয়েন্টে হেরে যান তিনি। তবে দ্বিতীয় গেমে রোহানকে দাঁড়াতেই দেননি শিপন। ৩৩-০০ পয়েন্টে জিতে নেন দ্বিতীয় গেমটি। এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা পোস্টের জসিম উদ্দিন।
আরও পড়ুন
শুরু হয়েছে ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব |
প্রতিযোগিতা উপভোগ করেন ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, অর্থ সম্পাদক জাকির হুসাইন, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, শরীফুল ইসলাম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ডিরেক্টর ইমরান আল বারী, মো. সাজ্জাদ হোসেন এবং ডিআরইউ’র সাবেক নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যগণ।
পুরুষদের ক্যারম এককের ফাইনালের মধ্য দিয়ে আজ শেষ হলো ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উতসব-২০২৪ এর সকল ইভেন্ট সমূহ।
৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস ‘উইমেন অব দ্যা ইয়ার’ হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল। ৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার হয়েছেন ইন্ডিপেডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ হিসেবে তাদের আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
আরও পড়ুন
মাঠে গড়ালো ওয়ালটন-ইমা মিডিয়া কাপ |
এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ১০টি ইভেন্ট ছিল। সেগুলো হলো - দাবা, ক্যারম (একক), অকশন ব্রিজ, কলব্রিজ, রামি, অ্যাথলেটিকস (২০০ মিটার), গোলক নিক্ষেপ, সাঁতার, আর্চারি ও শ্যুটিং। নারী সদস্যদের জন্য ছিল ৫টি ইভেন্ট। সেগুলো হলো- অ্যাথলেটিকস (১০০ মিটার), ক্যারম (একক), লুডু, শ্যুটিং ও সাঁতার।
এই আয়োজনের সহযোগিতায় রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।
১২ নভেম্বর ২০২৪, ৬:৫০ পিএম
১১ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
উত্তর অঞ্চলের ৮ টি জেলা রাজশাহী জয়পুরহাট নওগাঁ বগুড়া নীলফামারী দিনাজপুর পঞ্চগড় এবং লালমনিরহাটে একদিনের কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শুরু হবে আগামী আগামি ১৬ নভেম্বর থেকে।
এই টুর্নামেন্টে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। টুর্নামেন্টের আয়োজনে আছে জয়পুরহাট জেলা কাবাডি একাডেমি। আর ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ কাবাডি ক্লাব।
আরও পড়ুন
থাইল্যান্ডকে হারিয়ে কাবাডির ফাইনালে বাংলাদেশ |
পুরুষদের পাশাপাশি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পূর্বে উওর বঙ্গ নারী কাবাডি দলের খেলোয়াড়দের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উত্তরবঙ্গ নারী কাবাডি ক্লাব নারী কাবাডি লীগ ২০২৩ বাংলাদেশ কাবাডি ফেডারেশন এ প্রথম অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেন।
তাদের সম্মানে প্রীতি ম্যাচ শেষে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করা হবে।
সোমবার সকালে বিকেএসপির অডিও ভিজুয়্যল সেন্টারে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের জন্য “আমি জিতলে, জিতবে দেশ” এ প্রতিপাদ্যের ব্যনারে অনুপ্রেরনামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যূত্থানে দেশ প্রেমে উদ্বুদ্ধ আত্মদানকারী আহত সাতজন রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গকে আমন্ত্রন জানানো হয়।
বিকেএসপির প্রশিক্ষণার্থীরা গণঅভ্যূত্থানে আহত বীরদের আত্মত্যাগের কথা এবং তাঁদের জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প শুনে অঅনুপ্রাণিত হন এবং নিজেদেরকেও খেলাধুলার মাধ্যমে ঘুরে দাঁড়িয়ে দেশের জন্য সুনাম বয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিকেএসাপর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে আহত সাতজনের প্রত্যেককে বিকেএসপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এরপর রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গ বিকেলে বিকেএসপির খেলোয়াড়দের সাথে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন, যা খেলোয়াড়দেরকে ভীষনভাবে উদ্বুদ্ধ করে।
No recent posts available.