দেশের জন্য দারুণ এই গৌরব বয়ে এনেছেন বিকেএসপির এ্যাথলেট তামিম হোসেন। তাইওয়ানে অনুষ্ঠিতব্য ন্যাশনাল স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ ট্রিপল জ্যাম্পে ১৪.৭৭ মি. লাফিয়ে স্বর্ণ পদক লাভ করেছেন বাংলাদেশের তামিম হোসেন।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মলয়েশিয়া, শ্রিলংকা, সিঙ্গাপুর ও স্বগতিক তাইওয়ান অংশগ্রহণ করছে। ১০ সদস্য বিশিষ্ট বিকেএসপি দলটি গত ৩ তারিখ রাতে যাত্রা করে।
আরও পড়ুন
আবারও স্বর্ণ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ইমরানুর |
প্রতিযোগিতাটি আগামী ৯ নভেম্বর শেষ হবে। বাংলাদেশ দলের আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। বিকেএসপি দলের কোচের দায়িত্ব পালন করছেন ফৌজিয়া হুদা জুই ও শাহাদাত হোসেন ভূইয়া।
৮ নভেম্বর ২০২৪, ৮:০৪ পিএম
এর আগে একই ঘটনার কারণে শাস্তি পেতে হয়েছিল আরেকটি ক্লাবকে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলাকালীন সমর্থকরা গ্যালারিতে ইসরায়েলের আঘাতে যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনের পক্ষে ব্যানার প্রদর্শন করলেও শাস্তির মুখে পড়তে হচ্ছে না পিএসজিকে বলে জানিয়েছেন ইউয়েফা।
গত বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গ্যালারিতে দেখা যায় ‘ফ্রি ফিলিস্তিন’ লিখা বিশাল এক ব্যানার। সেই ব্যানারে একটি অংশ পুরোটাই ঢেকে যায়।
আরও পড়ুন
ফিলিস্তিনের জয়ের রাতে উড়ে গেলো ইসরাইল |
ইয়েফার একজন মুখপাত্র বলেছেন যে, পিএসজি শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি না হওয়ার কারণ, তারা শুধুমাত্র অপমানজনক বা উসকানিমূলক বলে মনে করা রাজনৈতিক বার্তাকেই নিষিদ্ধ করেছে।
আর পিএসজি এই ঘটনার প্রেক্ষিতে জানিয়েছিলে যে, তারা ‘এই ধরনের বার্তা প্রদর্শনের কোন পরিকল্পনার ব্যাপারে অবগত ছিল না।’
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলিউ এই ব্যানার উন্মোচনকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি পিএসজির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইবেন কিনা, জানতে চাইলে এক রেডিও অনুষ্ঠানে বলেছেন, ‘আমি কিছু অস্বীকার করছি না। আমি পিএসজির কাছে এর ব্যাখ্যা চাইব।’
ফ্রেঞ্চ ফেডারেশন (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকের জন্য তলব করেছেন। ফরাসি টিভি চ্যানেল বিএফএম জানিয়েছে, পিএসজির মহাপরিচালক ভিক্টোরিয়ানো মেলেরোকেও এখানে ডাকা হয়েছে।
আরও পড়ুন
জিকোকে ছাড়াই ফিলিস্তিনের বিপক্ষে নামছে বাংলাদেশ |
পিএসজির কট্টরপন্থী ‘আউতেউলি কপ’ গ্রুপের ভক্তরা ফিলিস্তিনের পক্ষে সেই বিশাল ব্যানারটি এনেছিল স্টেডিয়ামে। উল্লেখ্য, চলতি মাসেই প্যারিসে ইসরায়েলের সাথে ইউএয়ফা নেশন্স লিগের ম্যাচ খেলবে ফ্রান্স।
আতলেতিকো ও পিএএসজির সেই ম্যাচ চলাকালীন ‘আউতেউলি কপ’ আরেকটি বার্তা তুলে ধরেছিল, যাতে লেখা ছিল-
“গাজায় একটি শিশুর জীবন কি অন্যদের চেয়ে কম মূল্যবান?”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল সামরিক আক্রমণ চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলাকালীন সেল্টিকের সমর্থকরা গ্যালারিতে ফিলিস্তিনি পতাকা নেড়েছিল। সেই কারণে ক্লাবটিকে ইউয়েফা জরিমানা করে ১৭ হাজার ৫০০ ইউরো।
সময় বদলায়, যুগ পাল্টায় তবে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আক্ষেপ শেষ হয় না। যুগের পর যুগ চলতে থাকে। সেই আক্ষেপের নাম ইলেক্ট্রনিক স্কোরবোর্ড। ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগীতা শুরু হচ্ছে শনিবার, তবে ইলেক্ট্রনিক স্কোরবোর্ড সচল না থাকায় এবারও প্রতিযোগীতা হবে হ্যান্ড টাইমিংয়ে।
সাঁতার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সংবাদ সম্মেলনে মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ সচিবকে আমাদের ইলেকট্রনিক স্কোর বোর্ডের বিষয়ে চিঠি দিয়েছি। আপাতত এটা সমাধানের কোনও সম্ভাবনা নেই। তাই আমাদের এবারও হ্যান্ডটাইমিংয়ে সাঁতার আয়োজন করতে হচ্ছে। ইলেকট্রনিক বোর্ড আমাদের দুঃখ হয়ে আছে।’
২০১৯ সালে ৫ কোটি টাকা খরচ করে ইলক্ট্রনিক স্কোরবোর্ড বসানো হলেও, সেটা পড়ে আছে অচলাবস্থায়। তাইতো প্রতি বছর জাতীয় সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় হ্যান্ড টাইমিংয়ে।
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে জাতীয় সাঁতারে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সার্ভিসেস দলসহ মোট ৫২ দলের ৫৫০ জন সাঁতারু অংশ নেবে। পুরুষ ও মেয়েদের ইভেন্ট ৩৮টি। এছাড়া পুরুষ বিভাগে ডাইভিংয়ে ৩টি ও ওয়াটারপোলোর ১টি ইভেন্ট রয়েছে।
No recent posts available.