৫ নভেম্বর ২০২৪, ৭:১৫ পিএম
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বয়সভিত্তিক কয়েকটি প্রতিযোগিতা। বালকদের হয়েছে আন্ত:স্কুল ভলিবল, জিমনেশিয়াম এবং বালিকাদের একাডেমি কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাওসারুল হাসান রনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
বালকদের ভলিবল প্রতিযোগিতায় চার দলের লড়াইয়ে ফাইনালে জায়গা করে নেয় মুক্তাগাছা উপজেলার মানকোন্ন উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলার পাটগুদাম উচ্চ বিদ্যালয়। ফাইনালে ১৫-৯ এবং ১৫-১২ পয়েন্টে সরাসরি সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মুক্তাগাছা উপজেলার মানকোন্ন উচ্চ বিদ্যালয়।
অন্যদিকে একাডেমি কাপ বয়সভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক এবং বালিকাদের অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ বিভাগে একক এবং দ্বৈতের মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৪টি স্বর্ণ এবং ৫ টি রৌপ্য নিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ‘শাটলার ব্যাডমিন্টন একাডেমি’। এই প্রতিযোগিতায় ৫টি একাডেমির ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
১২ নভেম্বর ২০২৪, ৬:৫০ পিএম
১১ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
উত্তর অঞ্চলের ৮ টি জেলা রাজশাহী জয়পুরহাট নওগাঁ বগুড়া নীলফামারী দিনাজপুর পঞ্চগড় এবং লালমনিরহাটে একদিনের কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শুরু হবে আগামী আগামি ১৬ নভেম্বর থেকে।
এই টুর্নামেন্টে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। টুর্নামেন্টের আয়োজনে আছে জয়পুরহাট জেলা কাবাডি একাডেমি। আর ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ কাবাডি ক্লাব।
আরও পড়ুন
থাইল্যান্ডকে হারিয়ে কাবাডির ফাইনালে বাংলাদেশ |
পুরুষদের পাশাপাশি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পূর্বে উওর বঙ্গ নারী কাবাডি দলের খেলোয়াড়দের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উত্তরবঙ্গ নারী কাবাডি ক্লাব নারী কাবাডি লীগ ২০২৩ বাংলাদেশ কাবাডি ফেডারেশন এ প্রথম অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেন।
তাদের সম্মানে প্রীতি ম্যাচ শেষে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করা হবে।
সোমবার সকালে বিকেএসপির অডিও ভিজুয়্যল সেন্টারে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের জন্য “আমি জিতলে, জিতবে দেশ” এ প্রতিপাদ্যের ব্যনারে অনুপ্রেরনামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যূত্থানে দেশ প্রেমে উদ্বুদ্ধ আত্মদানকারী আহত সাতজন রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গকে আমন্ত্রন জানানো হয়।
বিকেএসপির প্রশিক্ষণার্থীরা গণঅভ্যূত্থানে আহত বীরদের আত্মত্যাগের কথা এবং তাঁদের জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প শুনে অঅনুপ্রাণিত হন এবং নিজেদেরকেও খেলাধুলার মাধ্যমে ঘুরে দাঁড়িয়ে দেশের জন্য সুনাম বয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিকেএসাপর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে আহত সাতজনের প্রত্যেককে বিকেএসপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এরপর রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গ বিকেলে বিকেএসপির খেলোয়াড়দের সাথে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন, যা খেলোয়াড়দেরকে ভীষনভাবে উদ্বুদ্ধ করে।
No recent posts available.