ফুটবল

রিয়ালে ফিরছেন রামোস?

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১০ নভেম্বর ২০২৪, ৪:০১ পিএম

news-details

গত বছর ডেভিড আলাবার পর এদের মিলিতাওয়ের এসিএল চোটে পড়ার পর একবার চাউর হয়েছিল খবরটা। তবে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে আর ফেরা হয়নি সার্হিও রামোসের। এই মৌসুমে আরও একবার ক্লাবটির দুই ডিফেন্ডার এসিএল চোটের শিকার হওয়ার পর ফের বাতাসে ভাসছে গুঞ্জন রামোসকে নিয়ে। ক্লাবের সমর্থকদের একটি অংশ বিশ্বকাপজয়ী সেন্টার-ব্যাককে চেনা আঙিনায় আবার দেখতে চান। তবে বর্তমান বাস্তবতায় সেই কাজটা বেশ কঠিন বলেই প্রতীয়মান হচ্ছে।


চুক্তির মেয়াদ শেষে ২০২১ সালে রিয়ালে ১৬ বছরে অধ্যায়ের ইতি টানেন রামোস। শেষ মৌসুমেও ছিলেন ক্লাবের অধিনায়ক। এরপর পিএসজি ও সেভিয়ার হয়ে খেলার পর এখন আছেন বেকার। আছেন নতুন ক্লাবের ঠিকানায়। আর এই কারণেই কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে রিয়ালের জরুরি ভিত্তিতে দলে টানার সম্ভাবনা দেখছেন অনেকেই। 

আরও পড়ুন

বার্নাব্যুতে ফিরছেন রামোস, রাজসিক অভ্যর্থনার প্রত্যাশায় আনচেলত্তি বার্নাব্যুতে ফিরছেন রামোস, রাজসিক অভ্যর্থনার প্রত্যাশায় আনচেলত্তি


আর এটার শুরু গত শনিবার ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচে মিলিতাওয়ের এসিএল চোট পেয়ে মাঠ ছাড়ার পর। ধারণা করা হচ্ছে, ৯ মাসের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক। এর আগে একই চোটে মৌসুমের বাকি অংশ শেষ হয়ে গেছে রাইট-ব্যাক দানি কারভাহালের। তার জায়গায় কভার হিসেবে যিনি খেলছিলেন, সেই লুকাস ভাসকেসও ওসাসুনা ম্যাচে চোট পেয়ে ডিসেম্বর পর্যন্ত ছিটকে গেছেন। 


অন্যদিকে আরেক সেন্টার-ব্যাক আলাবা গত বছর পাওয়া চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি। আর সুস্থ হলেও ডিসেম্বরে ফিরে তিনি কেমন খেলবেন বা ছন্দ পাবেন কিনা, তা নিয়েও রয়েছে প্রশ্ন। সব মিলিয়ে ব্যস্ত একটি মৌসুমে কাজ চালানোর মত সেন্টার-ব্যাকই নেই এখন কার্লো আনচেলত্তির হাতে। অন্য পজিশনের অবস্থাও ভালো নয়। ওসাসুনা ম্যাচে রাইট-ব্যাক হিসেবে খেলেছেন মিডফিল্ডার ফেদে ভালভের্দে।


আর তাই ম্যাচটির পর থেকে ‘ফ্রি এজেন্ট’ রামোসকে অল্প সময়ের চুক্তিতে দলে ফেরানোর গুজন ক্রমেই জোড়াল হতে থাকে। কিছু সংবাদমাধ্যম ও সাংবাদিক এমনটাও বলেছেন, ক্লাব কর্মকর্তারা বিষয়টি বিবেচনা করছেন। তবে স্পেনের শীর্ষ সংবাদপত্র ‘এএস’ আবার সেটা উড়িয়ে দিয়েছে। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রামোসের সাথে রিয়ালের সম্পর্ক শেষ এবং তার ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে।

bottom-logo

ফুটবল

বার্সার ম্যাচ মিস করা ইয়ামালকে স্পেন দলে দেখতে চান না ফ্লিক

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১১ নভেম্বর ২০২৪, ২:৩১ পিএম

news-details
ছবি|সংগৃহীত

চলতি মৌসুমে বার্সেলোনার যে দুরন্ত ফর্ম, তাতে বড় অবদান রেখে চলেছেন লামিন ইয়ামাল। চোটে থাকা তরুণ এই ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে গেছে কাতালান ক্লাবটি। আর এই কারণেই তাকে নিয়ে সতর্ক থাকতে চান কোচ হান্সি ফ্লিক। ফলে ইয়ামালকে স্পেনের আসছে দুটি ম্যাচে অংশ না নেওয়ার পরামর্শ তার।


গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পান ইয়ামাল। সোসিয়েদাদের বিপক্ষে তাই ম্যাচটি তাকে দেখতে হয়েছে গ্যালারিতে বসেই। দল সেখানে হেরেছে ১-০ গোলে। কাকতালীয়ভাবে লা লিগায় এই মৌসুমে বার্সেলোনার হেরে যাওয়া দুটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না ইয়ামাল।

আরও পড়ুন

গুলের-কুবরাসিদের টপকে সেরা তরুণ ফুটবলার হলেন ইয়ামাল গুলের-কুবরাসিদের টপকে সেরা তরুণ ফুটবলার হলেন ইয়ামাল


আন্তর্জাতিক বিরতিতে স্পেনের ইউয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচে স্পেন দলে আছেন ইয়ামাল। তবে ফ্লিকের আশা, জাতীয় দলে যোগ দেবেন না প্রতিভাবান এই ফুটবলার। 

“আমরা এখন লামিন ইয়ামালকে মিস করব। আমি জানি না সে আন্তর্জাতিক বিরতির পরে ফিরবে কিনা। আমরা তাকে জাতীয় দলে যোগ না যাওয়ার জন্য বলেছি।”

ইয়ামালের খুব শীঘ্রই মাঠে ফেরার সম্ভাবনাও দেখছেন না ফ্লিক। 

“আমরা লামিন ইয়ামাকে শেষ পর্যন্ত খেলানোর চেষ্টা করেছি। আমাদের লামিনের যত্ন নিতে হবে, আমি জানি না সে কতদিন বাইরে থাকবে। তার গোড়ালিতে আঘাত আছে।”


আরও পড়ুন

ফ্লিকের ‘হাই লাইন’ ডিফেন্সের ফাঁদ যেন ‘এআই’ দিয়ে বানানো! ফ্লিকের ‘হাই লাইন’ ডিফেন্সের ফাঁদ যেন ‘এআই’ দিয়ে বানানো!


১৭ বছর বয়সী ইয়ামাল এই মৌসুমে ১৬ ম্যাচে ছয় গোল করেছেন ও ৮টি গোল করিয়েছেন। দুইবার তিনি একাদশে না থাকায় হেরেছে বার্সেলোনা। তার গুরুত্ব মেনে নিচ্ছেন কোচ ফ্লিকও। “আমি মনে করি এটা বলাটা সহজই হবে যে, 'ঠিক আছে, আমরা হেরেছি কারণ লামিন খেলেনি।”


bottom-logo

ফুটবল

ইউরোপের ‘অন্যতম সেরা’ চেলসিকে না হারানোর আক্ষেপে পুড়ছেন আর্তেতা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১১ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম

news-details
ছবি|সংগৃহীত

ম্যাচের শেষ শটে লেয়ান্দ্রো ত্রোসার গোল করতে ব্যর্থ হওয়ার পর টাচলাইনে হাঁটু গেড়ে মাটিতে চাপড় দিতে থাকেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জেতার মোক্ষম সুযোগ যে হারিয়েছে তার দল। ড্র হওয়ার ম্যাচে পরও তাই আক্ষেপের শেষ নেই তার। আর্তেতার আফসোস, অল্পের জন্য ইউরোপের অন্যতম সেরা দলকে হারাতে পারেনি তার দল।


ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। গাব্রিয়েল মার্তিনেল্লি দ্বিতীয়ার্ধে আর্সেনালকে এগিয়ে দেন। এরপর চেলসির হয়ে সমতা ফেরান পেদ্রো নেতো। ম্যাচের শেষ সময়ে ত্রেসারের ওই মিস না হলে বিজয়ীর বেশে মাঠ ছাড়ার পাশাপাশি পয়েন্ট টেবিলেও উন্নতি করতে পারত আর্সেনাল।


আরও পড়ুন

সাফল্য না পাওয়া পর্যন্ত দরজায় কড়া নেড়ে যেতে চান আর্তেতা সাফল্য না পাওয়া পর্যন্ত দরজায় কড়া নেড়ে যেতে চান আর্তেতা


ম্যাচের পর আর্তেতা রাখঢাক না রেখেই বলেছেন, রক্ষণে জমাট না হওয়ার মাশুল গুনেছে তার দল। 

“আমি খুব হতাশ, তবে সেই সাথে আমি দলের কাছ থেকে যা দেখেছি তা নিয়ে খুব গর্বিত। আমরা সবচেয়ে কঠিন কাজ, সেই প্রথম গোলটা করেছি। কিন্তু আমরা যেভাবে গোল হজম করেছি, তাতে আমি খুব হতাশ। আমাদের মান বা ডিফেন্সের চিত্র সেরার কাছাকাছি কোথাও ছিল না। তাদের যথেষ্ট কোয়ালিটি আছে এবং আপনি যদি তাদের জায়গা দেন, তাহলে তারা আপনাকে শাস্তি দেবেই।”

ম্যাচে দুই দলই অবশ্য সুযোগ মিসের মহড়া দেয় বেশ। আর্সেনাল গোলের জন্য শট ১২টি নিয়ে লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি। আর চেলসি ১৭টি থেকে রাখতে পারে সমান তিনটি। চলতি মৌসুমে গত মৌসুমের চেয়ে বেশ ভালো ছন্দে থাকা চেলসি এই ড্রয়ের পর ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে তিনে। সমান পয়েন্টে গোল পার্থক্যে পিছিয়ে চারে আর্সেনাল। 

আরও পড়ুন

‘এটাই আর্সেনালের সময়’, পিএসজিকে হারিয়ে সাকার হুংকার ‘এটাই আর্সেনালের সময়’, পিএসজিকে হারিয়ে সাকার হুংকার


আর এই কারণেই জয়ের সুযোগ হাতছাড়া করে হতাশ আর্তেতা। 

“তারা এখানে (চেলসির মাঠে) আসা প্রতিটি দলকে যে কোনও উপায়ে ধ্বংস করে দেয়। কিন্তু আমি মনে করি আমরা দুর্দান্ত ছিলাম। ভাগ্য আমাদের সহায় ছিল না। আমরা ইউরোপের সেরা দলগুলোর একটির বিপক্ষে আধিপত্য বিস্তার করেছি, কিন্তু ফলাফল পাইনি। এটাই স্রেফ হয়নি।”
bottom-logo